পলক’র প্রথম এলবাম “কোথায় তুমি”!

image

বিনোদন বাজার 24 ডট কম:
ছোট বেলা থেকেই তিনি গান পাগল। বিশেষ করে মিউজিকের প্রতি দুর্বলতা । তখন থেকেই স্বপ্ন দেখেন সঙ্গীত পরিচালক হিসেবে নিজেকে তৈরী করা। দিন যত যায় স্বপ্নটা ততই বড় হতে থাকে। সঙ্গীতের আদর্শ হিসেবে মানেন হাবিব ওয়াহিদ কে। তিনি “শাহিনুর আলম পলক”।
কাজ করছেন অনেক আগে থেকেই, কিন্তু গত রোজার ঈদেই রিলিজ পায় তার প্রথম এলবাম পলক ফিচারিং “কোথায় তুমি”। এলবামের সব গুলো গানের সংগীত পরিচালনা করেন তিনি। এলবামের গানে কন্ঠ দেন শামীম, জুয়েল, হৃদয়, সালমান, রুবেল ও শাওন। গানের কথা লিখেছেন শাওন,রোকন, পলক, সানোয়ার, রবিন, হৃদয়, শামীম ও রবি। সুর করেছেন রোকন, পলক, হৃদয়, সানোয়ার, রবিন, রুবেল ও শামীম । এলবামটি রিলিজ পেয়েছে একুয়্যাস্টিক বিডি’র ব্যানারে ।

image

একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই তরুণ সঙ্গীত পরিচালক তার পথচলা সম্পর্কে বলেন, “অনেক স্বপ্ন নিয়ে এই পথে এসেছি। ভালো ভালো কাজ করে অডিও জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চাই”।
হাতে এখন বেশকিছু কাজ নিয়েছেন এই তরুণ সঙ্গীত পরিচালক । খুব শীঘ্রই শ্রোতারা সেগুলো শুনতে পারবেন।
বিনোদন প্রতিবেদক।

আরজে নিশা’র চলচ্চিত্রে অভিষেক

image

বিনোদন বাজার 24 ডট কম: মাহমুদা আকতার নিশা অভিনয় যার নেশা। শুধু অভিনয়ই নয়, নিশা একাধারে মডেল, উপস্থাপিকা ও আরজে। রেডিওতে কাজ করছেন দীর্ঘদিন ধরেই। বর্তমান অবধি একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছেন তিনি। সেই ফলশ্রুতিতেই তার জন্যে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। নামের সাথে যুক্ত হচ্ছে নতুন একটি বিশেষণ, আর তা হচ্ছে চলচ্চিত্র অভিনেত্রী।
আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ ছবিতে অভিনেত্রী হিসাবে অভিষেক হতে যাচ্ছে এই উঠতি মডেলের।
ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে নিশা বলেন – “কিস্তিমাতের সাথে সংশ্লিষ্ট সবার সাথেই পরিচয় আর একটা সুসম্পর্ক আছে, আর মুভির ঐ চরিত্র আমার সাথে বেশ যায়। তাই আমাকেই এই অফার করা, আর এভাবেই কাজ করা। তবে চরিত্রটি কী তা এখন আমি বলতে চাইনা। জানতে হলে দর্শককে হলে গিয়ে ছবিটি দেখতে হবে। এর আগেও অনেকের অফার পেয়েছি কাজ করা হয়নি।”

image

সকলের মত নিশাও স্বপ্ন দেখে বড় অভিনেত্রী হওয়ার। স্বপ্ন প্রসঙ্গে নিশা বলেন- “ভবিষ্যতে আমার ইচ্ছা একজন বড় অভিনেত্রী হওয়া।”
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আঁচল, মিশা সওদাগর। টাইগার মিডিয়া এবং দি অভি কথাচিত্র প্রযোজিত ও পরিবেশিত ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানায় সংশ্লিষ্টরা।
বিনোদন প্রতিবেদক।

চার ধারাবাহিক নাটকে মুক্তা হাসান

image

বিনোদন বাজার 24 ডট কম: খুব ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন। আর এই স্বপ্নকে জিয়িয়ে রাখতেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মুক্তা হাসান। বিভিন্ন স্যাটেলাই টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত চার টি ধারাবাহিক নাটক।
এর মধ্যে আরটিভিতে প্রচার হচ্ছে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’। মোহনা টিভিতে বাবলা পরিচালিত ‘গুল বাহাদুর লজ’ ও ‘জলপথ’ এবং বিজয় টিভিতে সম্রাট নাসির পরিচালিত ‘নিশিকাব্য’।  সব গুলো নাটকেই গুরুত্ব পূর্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তা হাসান।

image

এছাড়া আসছে ঈদুল আযহায় একাধিক একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে এস. এম তুষারের পরিচালনায় ‘তবুও তোমাকে ভালোবাসি’ নাটকটির কাজ শেষ করেছেন তিনি। নাটকে তার বিপরীতে আছেন আর.জে নিরব।
সম্প্রতি একটি সিনেমাতে নাম লিখিয়েছেন এই তারকা। সায়মন তারিক পরিচালিত ‘পাটির পরী’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও একাধিক মিউজিক ভিডিওর মডেল হয়েছেন এই অভিনেত্রী।

অভিনয় প্রসঙ্গে মুক্তা হাসান বলেন-‘ছোটবেলা থেকেই আমি অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছি। সবার ভালোবাসায় আমি সেটা করতে পেরেছি। দর্শকদের ভালোভালো কাজ উপহার দিয়ে তাদের মন জয় করতে চাই।
বিনোদন প্রতিবেদক।

স্বপ্নলোক অভি’র প্রথম একক এলবাম “ছোট্ট আশা”!

বিনোদন বাজার 24 ডট কম:
কোন কিছু কষ্ট করে পাওয়ার মাঝে থাকে অনেক আনন্দ। আর সেটা যদি হয় দীর্ঘ দিনের লালিত স্বপ্ন, তাহলে তো এই আনন্দের সীমা থাকে না। খুব শীঘ্রই তেমনিই এক স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গানের মানুষ “স্বপ্নলোক অভি”র।
image

ঈদের পরপরই জি-সিরিজ এর ব্যানারে রিলিজ পেতে যাচ্ছে স্বপ্নলোক অভির প্রথম একক এলবাম “ছোট্ট আশা”। ইতিমধ্যে জি সিরিজের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।  এলবামের সবকটি গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি সবগুলো গানের কথা ও সুর করেন তিনি নিজেই। দুটি বোনাস গান সহ মোট ১০ টি গান নিয়ে এলবামটি সাজানো হয়েছে। এলবামে একটি ডুয়েট গানে অভি’র সাথে কন্ঠ দেন বিধু। ম্যালোডি, সফট ও রক ধাঁচের গানগুলোর ৬টি গানের সঙ্গীতায়োজন করেন অয়ন চাকলাদার ও ৪ টি গানের সঙ্গীতায়োজন করেন রেজওয়ান শেখ।

image

এলবাম প্রসঙ্গে অভি বলেন, “দীর্ঘ সাত বছর ধরে স্বপ্নটা কে লালন করেছি, নিজের একক এলবামের স্বপ্ন । অয়ন চাকলাদার ও রেজওয়ানের সাথে পরিচয়ের মাধ্যমে ২০১২ সাল থেকে এই এলবামের কাজ শুরু করি। তাই পথভ্রষ্ট হয়নি। অনেক যত্ন নিয়ে গানগুলোর কাজ করেছি। শ্রোতাদের সর্বোচ্চ আকাংখা পুরণের লক্ষ্যেই গানগুলো তৈরী করেছি। আশা করি বিমুখ হবেন না”।
উল্লেখ্য, ইতিমধ্যে স্বপ্নলোক অভির কথা, সুর ও কন্ঠে বেশ কিছু গান রিলিজ পেয়েছে ভিবিন্ন মিক্সড এলবামে, এবং তা শ্রোতাপ্রিয় হয়েছে।

বিনোদন প্রতিবেদক।

সোহেল’র মিউজিক্যাল ফিল্ম “হারিয়ে তোমায়”!

বিনোদন বাজার 24 ডট কম:
গানের সাথেই বসবাস অষ্ঠক্ষণ। ইতিমধ্যে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন কন্ঠের জাদুতে। ভিবিন্ন মিক্সড এলবামে কাজ করছেন প্রতিনিয়ত। তিনি এ প্রজন্মের তরুণ কন্ঠশিল্পী “সোহেল এস কে”।

image

আগামী রোজার ঈদকে সামনে রেখে রিলিজ পেতে যাচ্ছে সোহেলের মিউজিক্যাল ফিল্ম “হারিয়ে তোমায়”। গানটিতে সোহেলের সাথে কন্ঠ দিয়েছেন রুলিয়া। গানের কথা ও সুর করেছেন রাব্বি, সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গত ভালোবাসা দিবসে সঙ্গীতার ব্যানারে “নিজের মাঝে” এলবামে গানটি রিলিজ পায়।

image

সোহেলের কনসেপ্টে মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শাহরিয়ার চয়ন। মডেল হিসেবে থাকছেন ‘আহসান, ফাহিম ও নদী’। ঢাকার ভিবিন্ন লোকেশনে গানটির চিত্র ধারণ করা হয়। ড্রীম ম্যাকিং প্রোডাকশনের ব্যানারে মিউজিক্যাল ফিল্মটি রিলিজ পাবে।
বিনোদন বাজারের মুখোমুখি হয়ে সোহেল বলেন, “অনেক যত্ন নিয়ে গানটি করেছি। ইতিমধ্যে অডিও গানটির ভালো সাড়া পেয়েছি, তাই ভিডিও করার ভাবনাটা মাথায় আসে। আশা করি মিউজিক্যাল ফিল্মটি সবার ভালো লাগবে”।

বিনোদন প্রতিবেদক।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ব্যবসায় অনুষদের ফুটবল টুর্নামেন্ট!

বিনোদন বাজার 24 ডট কম:
চলছে ফুটবল বিশ্বকাপ । বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে সারা বিশ্ব । আর তারই সাথে তাল মিলিয়ে ফুটবল মাতনে মেতে উঠলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ব্যবসায় অনুষদের তরুণেরা।

image

গত ২০শে জুন ধানমন্ডি শেখ জামাল’র মাঠে তিন দিন ব্যাপী আন্ত: ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ছিলেন ব্যবসায় অনুষদের ৩৩তম ব্যাচ। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করে। ২২শে জুন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে ৭ম সেমিস্টার ১-০ গোলে পরাজিত করে ১ম সেমিস্টারকে। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে ম্যাচ সেরা পুরস্কার পান সোহেল (৭ম সেমিস্টার) । টুর্ণামেন্টে ৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার পান আতিক (৭ম সেমিস্টার) ।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের লেকচারার ইশতিয়াক উদ্দিন, ওবায়দুল হক চৌধুরী, নাহিদ ফেরদৌসী, মাহবুব হক, নাজরিন তাবাসসুম, সাদিয়া তানজীম, ইমন এবং ব্যবসায় অনুষদের সাবেক ছাত্র শোয়েব।
আন্ত: সেমিস্টার টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮ তম ব্যাচের প্রয়াত ছাত্র সালমান’র নামে ক্লাবটির নামকরণ করা হয় “সালমান ম্যামোরিয়াল স্পোর্টিং ক্লাব”।
image

১ম সেমিস্টার:
তন্ময়, নিয়াজ, আকিব, রেদোয়ান, সিব্বির, সালমান, আসিফ, রাফি (গোল কিপার), অমিত, তানভির, রিভান,
ম্যানেজার : সাদিক ও অনন্যা ডি কস্টা।
৭ম সেমিস্টার:
আতিক, সোহেল, ইমরান, বাবু, শাওন, শান্ত, কায়সার, তপু (গোল কিপার), জাহিদ, বাপ্পি, মাহবুব,
ম্যানেজার : অনিক।
ম্যান অব দি ম্যাচ: সোহেল (৭ম সেমিস্টার)।
ম্যান অব দি টুর্নামেন্ট : আতিক (৭ম সেমিস্টার)।
আয়োজক:
তারিফ, আউয়াল, নাসিফ, খোকন, তানভি, সৌরভ, অনিক।

ক্যাম্পাস প্রতিবেদক।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র সিএসই ডিপার্টমেন্টের ১৮ বছর পূর্তি!

বিনোদন বাজার 24 ডট কম:
১৯শে জুন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৮ বছর পূর্তি হলো। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সঙ্গী এই অনুষদটি এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সিএসই ডে ২০১৪’ উদযাপন করে।

image

সকাল সাড়ে ৮টায় ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট’ এর মাধ্যমে দিনের শুরু হয়। অতঃপর সকাল ৯টায় অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ আব্দুল মজিদ দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে তিনি ‘সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার প্রজেক্ট ফেয়ার’ এর ও উদ্বোধন করেন। দুপুর ২টায় শুরু হয় ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট সাইবার গেমিং কনটেস্ট’।

ডেইলি দর্পণের মুখোমুখি হয়ে সিএসই ডিপার্টমেন্ট প্রধান অধ্যাপক আলোক কুমার সাহা বলেন, “১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯৭ সালে সিএসই ও বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু। সিএসই ডিপার্টমেন্ট মাত্র ৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে প্রথম ব্যাচ শুরু করে। আমি সিএসই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে যোগদান করি ২০০৮ সালে। অনেক চড়াই উতরাই পার করে সিএসই ডিপার্টমেন্ট আজ এ অবস্থানে এসেছে।”

এর মাঝে দেশের ভেতর ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় সিএসই ডিপার্টমেন্টের ঝুলিতে জমেছে বেশকিছু পুরস্কার। উল্লেখযোগ্য কিছু অর্জন এর মধ্যে রয়েছে সিএসই ডিপার্টমেন্টের তৈরী রোবট “বাংলা মানব” যা পাকিস্থানে সাউথ এশিয়ান রোবট কনটেস্টে ২য় স্থান অর্জন করে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ১ম স্থান এবং বুয়েটে রোবোটিক কনটেস্টে ২য় স্থান অর্জন করে।

image

অনুষ্ঠানের আয়োজক লেকচারার জাফরউল্লাহ মমতাজ বলেন, “খুবই অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এবার ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণটা বেশী। এবার প্রোগ্রামের মূল আকর্ষণ এন্ড্রয়েড মোবাইল এপস।”
অনুষ্ঠানের আরেল আয়োজক লেকচারার নাহিদা সুলতানা চৌধুরী বলেন, “প্রতি বছরের জুন মাসে এই পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।”

সকল প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ জামিলুর রেজা চৌধুরী বিজয়ী এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরষ্কার ও সনদপত্র প্রদান করেন। ২৫ টি প্রজেক্ট এর মধ্যে সেরা ৩টি প্রজেক্ট কে বিশেষ পুরষ্কার দেয়া হয়।
সবশেষে উক্ত অনুষদের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকচিত্রঃ জাহিদুল কবির নির্ঝর
সূত্র: http://www.dailydarpan.com
ক্যাম্পাস প্রতিবেদক।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ব্যবসায় অনুষদে “চলচ্চিত্র উত্সব”!

image

বিনোদন বাজার 24 ডট কম:
“স্মৃতির বাধনে আকা কচি কাচা মন, সবচেয়ে সুন্দর ছাত্র জীবন” । ছাত্র জীবন এমনই হওয়া উচিত, যেখানে কিছু মজার সময় জমা থাকবে স্মৃতির ফ্রেমে। আর এর একমাত্র মাধ্যম হলো বিনোদন।

সম্প্রতি ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ব্যবসায় অনুষদে অনুঠিত হতে যাচ্ছে “ফিল্ম ফেস্টিভ্যাল/চলচ্চিত্র উত্সব” । ১২ই জুন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই উত্সব । উত্সবে বাংলা ও ইংরেজি কিছু জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ব্যবসায় অনুষদের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবেন এই প্রদর্শনীতে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে প্রতি বছরই নিয়মিত ভাবে এই চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হয়। এবারের চলচ্চিত্র উত্সব আয়োজন করেছেন ব্যবসায় অনুষের ৩৪তম ব্যাচ, আয়োজকদের মাঝে রয়েছেন ফরহাদ রেজা, মশিউর রহমান, তানজীল মুন্না, অনি মাহমুদ ও আরো অনেকে।

বিনোদন বাজারের মুখোমুখি হয়ে আয়োজকরা বলেন, “প্রতি বছরই কোন না কোন ব্যাচ চলচ্চিত্র উত্সবের আয়োজন করে, এবার আমরা ৩৪তম ব্যাচ আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে”।

ক্যাম্পাস প্রতিবেদক।

কানাডায় নির্মিত হতে যাচ্ছে “সুমন ও তনুকা”র মিউজিক্যাল ফিল্ম “আমি শুধু তোমারই”!

image

বিনোদন বাজার 24 ডট কম:
“তুমি আমার প্রিয় মানুষ/গান কবিতায় প্রিথিবী জানুক/তুমি আমার নিলচে আকাশ/ঝড় ব্রিষ্টি যতই নামুক”
গানের মানুষ, প্রাণের মানুষ । গানের সাথেই বসবাস অষ্ঠক্ষণ। ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে “এস.আর.সুমন ও তনুকা”র কন্ঠে “আমি শুধু তোমারই” গানটি।
আগামী ৭ই জুন কানাডায় নির্মিত হতে যাচ্ছে গানটির ভিডিও চিত্র। ভিডিও পরিচালনা করছেন রিদ মামুন ও ওয়ালিদ আহমেদ। মডেল হিসেবে থাকবেন “অরনি ও অর্নব”। কনসেপ্ট তৈরি করেছেন শাশা।

image

‘আমি শুধু তোমারই’ গানটির কথা লিখেছেন মাসুদ আহমেদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফ.এ.সুমন।
বিনোদন বাজারের মুখোমুখি হয়ে সুমন বলেন, “অডিও গানটি ইতিমধ্যে শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন, আশা করি ভিডিওটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে। বাকিটুকু দর্শকরা আমার সাথে গানটি গাওয়ার জন্যে এবং কানাডায় ভিডিও তৈরিতে সম্পূর্ণ সহযোগিতা করবার জন্য কৃতজ্ঞ থাকবো তনুকা আপুর কাছে “।

উল্লেখ্য, গত ভালোবাসা দিবসে জি সিরিজের ব্যানারে মাসুদ আহমেদের কথা ও আয়োজনে “তোরই অনুভব” এলবামে গানটি রিলিজ পায়।

বিনোদন প্রতিবেদক।

পাবেল’র ৩য় মিউজিক্যাল ফিল্ম “মেঘের গল্প”!

image

বিনোদন বাজার 24 ডট কম:
অল্প সময়ের পথ চলা গানের জগতে। এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন নিজের মনোমুগ্ধকর কন্ঠে। তিনি এই প্রযন্মের তরুণ সঙ্গীতশিল্পী “পাবেল”।

খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে পাবেলের ৩য় মিউজিক্যাল ফিল্ম “মেঘের গল্প”। গানটিতে পাবেলের সাথে কন্ঠ দিয়েছেন সঙ্গীত জগতে নতুন মুখ “মৌটুশী”। গানের কথা লিখেছেন আদর এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন তাহসিন আহমেদ। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন প্রিন্স এ.আর.। মডেল হিসেবে আছেন “সোহান ও টিনা”।

বিনোদন বাজারের মুখোমুখি হয়ে পাবেল বলেন, “সব সময়ই চেষ্টা করেছি ভালো কিছু করার। গতানুগতিক ধারার বাইরে কিছু পাবেন দর্শকরা।  আশা করি এবারও দর্শক ও শ্রোতারা নিরাশ হবেন না।  আমার গাওয়া ৮ম মিক্সড এলবামে গানটি থাকছে”। ভিডিওটি রিলিজ পাবে কনটেক্স জি ফিল্মের ব্যানারে।

উল্লেখ্য, আগামী রোজার ঈদ উপলক্ষে রিলিজ পেতে যাচ্ছে পাবেলের একক এলবাম “শূণ্য হ্রিদয়”।

বিনোদন প্রতিবেদক।