২০১৪ সালের স্বপ্নলোক অভি’র “ফের ছোট্ট আশা”! অভি এবং ঈনা একসাথে কাজ করলেন!

image

বিনোদন বাজার 24 ডেস্ক:  খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে স্বপ্ন লোকঅভি’র “ফের ছোট্ট আশা” মিউজিক্যাল ফিল্ম। ২০১২ সালে “ছোট্ট আশা” ও ২০১৩ সালে “ছোট্ট আশা ২” এর পর ২০১৪ তে আসছে “ফের ছোট্ট আশা”। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসেবে থাকছেন ‘অভি ও ঈনা’। এবারই প্রথম একসাথে কাজ করলেন এই জুটি।

image

ইতিমধ্যে ঢাকার ভিবিন্ন লোকেশনে গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। সাব্বির আহমেদ ও স্বপ্নলোক অভি’র যৌথ পরিচালনায় নির্মাণ করা হয়েছে “ফের ছোট্ট আশা” মিউজিক্যাল ফিল্মটি। ক্যামেরায় ছিলেন মাহফ রুহিন ও কৌশিক বাসু। মিউজিক্যাল ফিল্মটি রিলিজ পাবে ইচ্ছা প্রোডাকশনের ব্যানারে । প্রযোজনায় রয়েছে “sO presents”।

image

বিনোদন বাজারের মুখোমুখি হয়ে অভি বলেন, “গত দুই বছরের “ছোট্ট আশা ও ছোট্ট আশা ২” এর ধারাবাহিকতায় এ বছরের জন্য তৈরি করেছি ‘ফের ছোট্ট আশা’। অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। গতানুগতিক ধারার বাইরের সম্পুর্ণ আলাদা একটি মিউজিক্যাল ফিল্ম এটি। আশা করি গান ও ভিডিও দুটিই খুব উপভোগ করবে সবাই ।

উল্লেখ্য, ফের ছোট্ট আশা গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন অভি নিজেই। সঙ্গীতায়োজনে রয়েছে রেজওয়ান। খুব শীঘ্রই মিউজিক্যাল ফিল্মটি ভিবিন্ন বেসরকারী টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে।

                    ________কায়কোবাদ প্রধান (নিপু)।

স্বপ্নলোক অভি’র “ফের ছোট্ট আশা”

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
গানের মানুষ, প্রাণের মানুষ তিনি। গানে গানে ছুঁয়ে যেতে চান শ্রোতাদের মনের গোপন অঞ্চল। কন্ঠে যার ভালবাসা নিরন্তর । ছোটবেলা থেকে গান ও মিউজিকের সাথে জড়িত থেকেই মিউজিক ভূবনে পদার্পন করেন । তিনি বর্তমান প্রযন্মের তরুণ সঙ্গীতশিল্পী “স্বপ্নলোক অভি”। ২০১২ সালে “ছোট্ট আশা” ও ২০১৩ সালে “ছোট্ট আশা ২” এই দুই গানের মাধ্যমে মিউজিক জগতে নিজের অবস্থান তৈরী করে নেন এবং শ্রোতারা তা ভালো ভাবে গ্রহণ করেন।

image

তারই ধারাবাহিকতায় খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে স্বপ্নলোক অভি’র মিউজিক্যাল ফিল্ম “ফের ছোট্ট আশা”। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান। গানটি থাকবে স্বপ্নলোক অভি’র রিলিজের অপেক্ষায় থাকা একক এলবাম “স্বপ্নঘর” এলবামটিতে।

image

ইতিমধ্যে ঢাকার ভিবিন্ন লোকেশনে গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। সাব্বির আহমেদ ও স্বপ্নলোক অভি’র যৌথ পরিচালনায় নির্মাণ করা হয়েছে “ফের ছোট্ট আশা” মিউজিক্যাল ফিল্মটি। ক্যামেরায় ছিলেন মাহফ রুহিন ও কৌশিক বাসু। মিউজিক্যাল ফিল্মটি রিলিজ পাবে ইচ্ছা প্রোডাকশনের ব্যানারে । প্রযোজনায় “sO presents”।

image

বিনোদন বাজারের মুখোমুখি হয়ে অভি বলেন, গত দুই বছরের “ছোট্ট আশা ও ছোট্ট আশা ২” এর ধারাবাহিকতায় এ বছরের জন্য তৈরি করেছি ‘ফের ছোট্ট আশা’। অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। গতানুগতিক ধারার বাইরের সম্পুর্ণ আলাদা একটি মিউজিক্যাল ফিল্ম এটি। আশা করি গান ও ভিডিও দুটিই খুব উপভোগ করবে সবাই ।

উল্লেখ্য, খুব শীঘ্রই মিউজিক্যাল ফিল্মটি ভিবিন্ন বেসরকারী টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে।

                   _______কায়কোবাদ প্রধান (নিপু)

“দোটানা” মিউজিক্যাল ফিল্মের প্রোমো।

বিনোদন বাজার 24 ডেস্ক:

image

খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম “দোটানা”। গানটিতে কন্ঠ দিয়েছেন শাহরিদ বেলাল ও পাপড়ি। গানের কথা সাজিয়েছেন তরুণ গীতিকার মিজানুর রাফি। সুর করেছেন শাহরিদ বেলাল ও সঙ্গীতায়োজনে রয়েছেন টি.আর.রোমান্স।
মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হিসেবে থাকছেন ইমরান হোসেন খান ও নাইরোজ সিফাত ।
এস.আর. ফিল্ম প্রোডাকশনের ব্যানারে মিউজিক্যাল ফিল্মটি রিলিজ পাবে এবং খুব শীঘ্রই বেসরকারী টিভি চ্যানেলে গানটি প্রচার করা হবে।

“দোটানা মিউজিক্যাল ফিল্মের প্রোমো দেখতে চাইলে নিচের লিংকটিতে ক্লিক করুন…
https://www.youtube.com/watch?v=ClTJD7N6tPA&feature=youtube_gdata_player

ভালবাসা দিবসে টি.আর.রোমান্স’র ২য় মিক্সড এলবাম “কে”।

image

বিনোদন বাজার 24 ডেস্ক:    
গানের মানুষ, প্রাণের মানুষ তিনি। গানে গানে ছুঁয়ে যেতে চান শ্রোতাদের মনের গোপন অঞ্চল।  ছোটবেলা থেকে গান ও মিউজিকের সাথে জড়িত থেকেই মিউজিক ভূবনে পদার্পন করেন বর্তমান যুগের তরুন সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার ‘টি. আর. রোমান্স। গতবছর তার নিজের প্রথম মিক্সড এ্যালবাম “আড়াল ভালবাসা” প্রকাশ পায়। ঐ এ্যালবামের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। এ্যালবামটিতে শ্রোতা সাড়া পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘অপ্সরী’, ‘বৃষ্টি’, ‘চলে যাও’, ‘সোনা সোনা রৌদ’, ‘হৃদয় মাঝে’ ও ‘আড়াল ভালবাসা’।

image

এরপর দীর্ঘ একবছর ধরে তিনি তার ২য় ফিচারিং মিক্সড এ্যালবাম ‘কে’ এর কাজ করে আসছিলেন । এ্যালবামটি এবারের ভালবাসা দিবস উপলক্ষ্যে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে। পুরো এ্যালবামের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এ প্রথম এ্যালবাম টাইটেল গান‘কে’ সহ মোট তিনটি গানের কণ্ঠ দিয়েছেন টি. আর. রোমান্স নিজেই এবং টাইটেল গান ‘কে’ তে তার সাথে ডুয়েট কন্ঠ দিয়েছেন ঝিলিক। এ্যালবামটিতে আরও কন্ঠ দেন ইলিয়াস হোসেন, ঝিলিক, খেয়া, শারিদ বেলাল, ফারাবী, রিয়াদ, হিমি, মীর রিয়াজ, সুমন, তাজুল, আল পারভেজ ও এমএইচ হিমু। সম্পূর্ন এলবাম জুড়ে গানের কথা লিখেছেন সাকিফ সারওয়ার, কিষান, মাহমুদ হাসান, জলি, ওসমান সজিব ও রাব্বি রাজ। “এ্যালবাম সম্পর্কে জানতে চাইলে টি. আর. রোমান্স জানান, আমি সব সময় ভিন্নধরনের মিউজিক ক্রিয়েট করার চেষ্টা করি, এবার ও তার ব্যতিক্রম নয়। এবারের এ্যালবামে শ্রোতাদের জন্য আধুনিক গানের পাশাপাশি রয়েছে পোক,ক্লাসিক্যাল,পপ এবং রক্‌ গান। আমার উদ্দেশ্য শ্রোতাদের হৃদয়ের সর্বোচ্চ আকাঙ্খা স্পর্শ করা তারই প্রয়াসে শ্রোতাদের জন্যই আমার এই এ্যালবাম। তাই এ্যালবামটি নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমার বিশ্বাস গান গুলো শ্রোতাদের মনে গানের প্রতি নতুন করে ভালবাসা জাগাবে”।

image

উল্লেখ্য ‘কে’ এ্যালবামে ৩ টি গানের কন্ঠ দানের মাধ্যমে সংগীত পরিচালক খ্যাত টি. আর. রোমান্স কন্ঠশিল্পী হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। এ্যালবামের ‘কে’ এবং ‘মনে লাগে ভয়’ এ গান দুটির মিউজিক ভিডিও তৈরীর প্রস্তুতি চলছে ।

        ________কায়কোবাদ প্রধান (নিপু)।

ব্যাস্ত সময় পাড় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও পরিচালক ‘খান মাহি’।

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
বর্তমান বাংলা মিউজিক ভিডিওর জগতের একচ্ছত্র অধিপতি ‘খান মাহি’ ব্যাস্ত সময় কাটাচ্ছেন তার নতুন কিছু মিউজিক ভিডিওর কাজ নিয়ে। জনপ্রিয় মডেল ও পরিচালক খান মাহি হাতে নিয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ।
আজ মুক্তি পেতে যাচ্ছে খান মাহি পরিচালিত ও অভিনীত মিউজিক্যাল ফিল্ম “শুধু তুমি”। এতে আরো অভিনয় করেছেন মডেল আফিয়া ও সোহেল রাজ। গানটিতে কন্ঠ দিয়েছেন পাবেল।

পরিচালক ও মডেল খান মাহি ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত না বলা কথা, অবুঝ মন, মায়া, প্রাণের চেয়ে প্রিয় ও একাকী জীবন ইতিমধ্যে সবার মন জয় করেছে। “শুধু তুমি” মিউজিক্যাল ফিল্ম সহ নতুন বছরের শুরুতেই মোট তিনটি মিউজিক্যাল ফিল্ম রিলিজ পেয়েছে। সামনে আরো কিছু মিউজিক্যাল ফিল্মের পাশাপাশি এই বছরেই মুক্তির অপেক্ষায় রাখবেন খান মাহি পরিচালিত ও অভিনীত বাংলা চলচ্চিত্র “দহন”।

বর্তমান ব্যাস্ততা নিয়ে খান মাহি বলেন, “নতুন বছরের শুরুটা ভালো ভাবে শুরু করতে পেরেছি। বেশ কয়েকটি কাজ হাতে নিয়েছি। আশা করি ভালো ভাবে শেষ করতে পারব এবং ভালো কিছু দিতে পারব দর্শকদের । কিছুদিন পর ‘দহন’ ছায়াছবির প্রোমো প্রকাশ করব”।

                 ______কায়কোবাদ প্রধান (নিপু)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পরিচালক হুমায়ূন

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ঘেটুপুত্র কমলা ছবির জন্য সেরা পরিচালকের পুরষ্কার পাচ্ছেন তিনি।

এছাড়া খোদার পরে মা ছবির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতা শাকিব এবং চোরাবালি ছবির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী জয়া আহসান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ছবি উত্তরের সুর।

সরকারকর্তৃক এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ।এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এবারে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন খলিল উল্লাহ খান।

এ ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য অন্য যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন—পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা এ টি এম শামসুজ্জামান (চোরাবালি), পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন (ঘেটুপুত্র কমলা), শিশুশিল্পী ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার মেঘলা (উত্তরের সুর), শ্রেষ্ঠ কাহিনিকার শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা), শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক ছলিম উল্লাহ ছলি (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্পনির্দেশক কলমতর ও উত্তম গুহ (রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান (ঘেটুপুত্র কমলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মাঈনুদ্দিন ফুয়াদ (ঘেটুপুত্র কমলা)।

ভালোবাসা দিবসে বালামের মিউজিক ভিডিও

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
অনেকদিন পর গানের জগতে ফিরলেন জনপ্রিয় কন্ঠশিল্পী বালাম। বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ হতে যাচ্ছে ‘ভুবন’ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও। এটি অনেক আগে করার কথা থাকলেও বিভিন্ন কারণে বালাম তা প্রকাশ করেননি। তবে পাকাপাকিভাবে ‘ও আকাশ’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও রিলিজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ভিডিওটি পরিচালনা করেছেন বালাম নিজেই। অ্যালবামের একটি গানের সুর-সংগীতায়োজনের কাজও সম্পন্ন করেছেন বালাম।

বালাম বলেন, ‘ও আকাশ’ গানটির ভিডিওর কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভালবাসা দিবসেই এটি শ্রোতা-দর্শকদের হাতে তুলে দিতে চাই। তবে অ্যালবাম প্রকাশের অনেক দিন পর এটি প্রকাশ করছি। হয়তো একটু দেরি হয়ে গেলো। তারপরও আমার ভক্তদের জন্যই কিন্তু এটি ভালবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে রিলিজ দিচ্ছি। গানটির ভিডিওটি সবার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে নিজের সর্বশেষ একক ‘ভুবন’ প্রকাশ করেই অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম।

গানে গানে আকাশ ছুঁতে চান “রাব্বী”!

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
আটপৌরে ছেলেটি!!! চৌদ্দ পুরুষের কেউই মিউজিকের সাথে জড়িত ছিল না। ছোট বেলা থেকেই গান শুনে শুনে বড় হয়েছেন। রাস্তার মোড়ে চায়ের দোকানের সামনে দাড়িয়ে থেকে গান শোনার অভ্যাসও তার রপ্ত। আর সিডি কিংবা ক্যাসেটের দোকানের সামনে গেলেতো ছেলেটি হয়ে য়ায় স্ট্যাচু অব দ্যা লিবার্টি! টেলিভিশনে কোন গানের অনুষ্ঠান কিংবা রিয়েলিটি শো হলে চোখ সরাতেন না টিভির পর্দা থেকে। গান পাগল এই ছেলেকে দেখে বাবা_মা’ও চাইতো তাদের ছেলেটি যেন এমনই হয়, পুঁজি হিসেবে দিয়েছেন অনুপ্রেরণা ।

তিনিই ‘রাব্বী’। গানের সাথে পথচলা ছোট বেলা থেকেই। লেখালেখি শুরু হয় সেই ছোট বেলা থেকেই! মজার কোন ছড়া কিংবা কোন কবিতার লাইন দিয়ে নয়, কাগজ আর কলমের সাদা’কালো সখ্যতা শুরু হয় গান দিয়েই! আর আনমনে সুর দিয়ে নিজেই গুনগুন করতেন। গান নিয়ে একটা কিছু করার স্বপ্ন । রাত দিন তাড়া করত ঘুম কিংবা জাগরনে! গান নিয়েই পায়চারি কারন কিংবা অকারনে!

সুর আর যন্ত্রের অমোঘ টানে মফস্বল থেকে ঢাকায় পা রাখা! ঘরের চার দেয়ালের ভালবাসায় তার গান লেখার কারখানা। বিছানার পাশেই একটি গিটার। রাত গভীর হলে সবাই যখন ব্যস্ত ঘুমে ঠিক তখনই ছেলেটির ছয় তারের টুংটাং আর নতুন কোন গান!

পথ চলার প্রথম দিকে তেমন কোন দিক নির্দেশনা না থাকায় নিজের লেখা গানে নিজেরই মুগ্ধতা আসতো না। সেই সময়টা সম্পর্কে স্মৃতি চারনে রাব্বী বলেন ……
‘‘আমি নীল আকাশের নিচে রাজপথ ধরে হাটতাম। আর খুঁজতাম এমন কাউকে যে আমার লেখার জগতটাকে/ভাবনার রাজ্যটাকে/শব্দ ভান্ডারটাকে আরো শানিত করবে! জানিনা কি ভাবে কি হলো, একজনকে পেলাম প্রানের স্বনিকটে। তার ছায়ায় আমি পুরনো খোলস ভেঙে বেড়িয়ে এলাম। তিনি আহমেদ চপল ভাই। যিনি আমাকে মিউজিক জগতে পা রাখার মতো প্লাটফর্ম তৈরি করে দেন। ২০১১ এর শুরুর দিকে চপল ভাইয়ের সুরে আমার প্রথম লেখা “বন্ধু আমার” গানটিতে কন্ঠ দেন কাজী শুভ।

তরুন পজন্মের এই উঠতি গীতিকার ও সুরকার হৃদয়ে ধারন করে রেখেছেন লাল সবুজ এবং লালন করেছেন তারুন্য। খরগোশ আর কচ্ছপের গল্পে কচ্ছপেই মন্ত্রজপে ছিলেন তিনি। তাইতো দীর্ঘ সময়টাকে রাব্বী বেছে নিয়েছিলেন নিজেকে তৈরি করার,শব্দ ও সুরের ভীড়ে হারিয়ে যাবার।

অনেক চড়াই উতড়াই পেরিয়ে অবশেষে শব্দ ও সুরের বুনটে তৈরি করলেন গান! সেই কথা ও সুরে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের অনেক জনপ্রিয় কন্ঠশিল্পীরা। যাত্রার শুরুতেই কাজ করেছেন গুণী শিল্পীদের সাথে। রাব্বী’র কথা সুর ও আয়োজনে ইতিমধ্যে বেশ কয়েকটি মিক্সড এলবাম বাজারে এসেছে, এবং তা শ্রোতাপ্রিয় হয়। মায়া, অন্তরালে, কলকাতার শিল্পীদের নিয়ে একটি মিক্সড এলবাম “আরবি মিক্সড” অন্যতম।
image

ভালবাসা দিবসকে সামনে রেখে রিলিজ পেতে যাচ্ছে রাব্বী’র কথা,সুর ও আয়োজনে মিক্সড এলবাম “নিজের মাঝে”। এলবামের সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন_ শফিক তুহিন, ঝিলিক, শহিদ, আইয়ুব শাহরিয়ার, শশী, নির্যর, হ্রিদয় হাসিন, মামুন, শান্ত, রেজওয়ান ।

“নিজের মাঝে” এলবাম প্রসঙ্গে রাব্বী বলেন, “অনেক সময় নিয়ে এলবামটির কাজ করেছি। শ্রোতারা সব ধরণের গান পাবেন এই এলবামে। আশা করি সবার ভালো লাগবে”।

ইতিমধ্যে বেশ কিছু নতুন প্রযেক্ট হাতে নিয়েছেন বর্তমান সময়ের এই তরুণ গীতিকার ও সুরকার। নতুন শিল্পীদের নিয়ে একটি মিক্সড এলবাম ও কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক শ্রী প্রিতমের সাথে একটি মিক্সড এলবামের কাজ শুরু করবেন খুব শীঘ্রই । রাব্বী’র কথায় ও প্রিতমের সুর সঙ্গীতে এলবামটিতে কন্ঠ দেবেন এপার ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা। পাশাপাশি কাজ শুরু করবেন “মায়া ২” মিক্সড এলবামের।

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অথবা স্বপ্নের কথায় রাব্বী বলেন, “সবে মাত্র যাত্রা শুরু করেছি। সামনে আরো অনেক পথ রয়েছে। কাজ করতে চাই বাংলাদেশের গুণী শিল্পীদের সাথে, যাদের গান শুনে শুনে বড় হয়েছি। স্বপ্ন দেখি ভারতের জনপ্রিয় সঙ্গীতাযজ্ঞ_শান, জুবিন গার্গ, অরিজিত সিং, সনু নিগম, আরাশ’র সাথে কাজ করার। আর সবচেয়ে বড় স্বপ্ন আজীবন গানের সাথে থাকতে চাই।

                 ______কায়কোবাদ প্রধান (নিপু)।

স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধার নীরব মৃত্যু

image

বিনোদন বাজার 24 ডেস্ক:
চলে গেলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক শেখ জমির উদ্দিন। রবিবার রাত সাড়ে ৯টায় রামপুরায় নিজ বাসভবনে তিনি আহত অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায় , জমির উদ্দিন সন্ধ্যায় নিজ বাসায় বাথরুমে পড়ে গিয়ে আহত হন এবং অজ্ঞান হয়ে গেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কাছে হার মানেন তিনি।

শেখ জমির উদ্দিনের দাফনের সময় ও স্থান এখনো ঠিক করা হয়নি। এই মহান গুণী শিল্পীর নিজ জেলা মেহেরপুরে তাকে শায়িত করা হতে পারে বলে জানা যায়।

তবে পারিবারিক সূত্র জানিয়েছে, শিল্পীর সহকর্মী এবং পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে দাফনের সময় ও স্থান জানানো হবে বলে।

উল্লেখ্য, শেখ জমির উদ্দিন দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। কিন্তু আর্থিক অনটনে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ হয়নি তার। রাষ্ট্রিয় সুযোগ সুবিধা না পাওয়ায় মৃত্যুর কিছুদিন আগেও হাসপাতালে বিছানায় শুয়ে গনমাধ্যমের কাছে অশ্রুসিক্ত কন্ঠে নিজের অপ্রাপ্তির কথা জানিয়েছিলেন তিনি।

এ শিল্পী স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে গেয়েছেন-  ‘আমরা সবাই মুক্তি সেনা এক জাতি এক প্রাণ’, ‘অনেক রক্ত দিয়েছি, দেবো যে আরো এ জীবন প্রাণ’. ‘বাংলার স্বাধীনতা আনলো কে’, ‘ও গো মুক্ত পথের হে মুক্তি সেনা’, ‘পূর্ব দিগন্তে-সূর্য উঠেছে’  ইত্যাদি কালজয়ী গান।

জানা যায়, ১৯৮১ সালে স্ত্রীর মৃত্যুর পর নি:সঙ্গ এ শিল্পী একমাত্র পুত্র জুলিয়াসকে নিয়ে অর্থাভাবে অনটনে দিন যাপন করছিলেন।

অবশেষে একই সুতোয় “নিপুণ ও ববি”।

<img android-uri=”content://media/external/images/media/8649″ />

বিনোদন বাজার 24 ডেস্ক:
‘না, না’ করেও অবশেষে একসঙ্গেই অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও ইয়ামিন হক ববি। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে দু’জনকেই একসঙ্গে দেখা যাবে। ছবির নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়ক সাদি।

নিপুণ-ববি একসঙ্গে কাজ করবেন এমনটি চূড়ান্ত হওয়ার পরও নিপুণ হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এ ছবিতে কাজ করছেন না। ঘনিষ্ঠজনদের কাছে অভিনয় না করার বিষয়টিও জানিয়েছিলেন তিনি। এ নিয়ে বেশকিছু সংবাদমাধ্যমে লেখালেখিও হয়েছিল। কিন্তু শুরু থেকেই প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জানিয়েছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিপুণ তাকে সরাসরি কিছুই বলেননি। কিন্তু নিপুণ দাবি করেছিলেন তিনি কাজ করবেন না এবং বিষয়টি মোহাম্মদ হোসেনকে সরাসরি জানিয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ হোসেনের কথাই ঠিক হলো। নিপুণ ববির সঙ্গে সানন্দেই অভিনয় করছেন ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে এবং ইতিমধ্যে শুটিংও শুরু করেছেন।

এ বিষয়ে নিপুণ বলেন, কাজ করছি এটা সত্য। পিছনের দিকে ফিরে তাকাতে চাই না। কারণ, মোহাম্মদ হোসেনের ছবিতে কাজ করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তার দুটি ছবিতে আমি কাজ করেছি। ‘আই ডোন্ট কেয়ার’ ছবির গল্প, চরিত্র, ড্রেস ইত্যাদি বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। সেটা দূর হয়ে গেছে। ফলে কাজ করতে আমার কোন সমস্যা হচ্ছে না।

প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, নিপুণ, বাপ্পি, ববি ও একজন নতুন নায়কের সঙ্গে অনেক শিল্পী নিয়ে আমি আমার পরিকল্পনা অনুযায়ী ‘আই ডোন্ট কেয়ার’ ছবির শুটিং করছি। আমার ছবিতে কোন সমস্যা আগেও ছিল না, এখনও নেই।